শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারালো ভারত
শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারালো ভারত।
ম্যাচ এভাবে ঘুরে যাবে হয়তো ভাবেননি শ্রীলাঙ্কার সাবেক ওপেনার সনাৎ জয়াসুরিয়া।
ভাবেন কি করে? আবুধাবিতে ভারতের দেওয়া ২০৩ রানের টার্গেটে নেমে ১২ ওভারে ১৩৪ রান তুলেন শ্রীলঙ্কা। পাতুম নিশাঙ্কা ও কুশল পেরের জুটি ১২৭ রান করেন। যা এবারের এশিয়া কাপের সর্বোচ্চ জুটি। ৯ উকেট হাতে নিয়ে ৪৮ বলে ৬৯ রানের প্রয়োজন ছিল।
পেরার আউটে জুটিটি ভাঙলো। নিশাঙ্কা কার সেঞ্চুরিতে জয়ের পথে ছিল শ্রীলঙ্কা। কিন্তু শেষে ভারতের বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে গুবলেট পাকিয়ে পেলল জয়সুরিয়ার দল। এতে ভারতের সমান ৫ উইকেটে ২০২ করেন শ্রীলঙ্কা।
এতে ম্যাচ গেল সুপার ওভারে। আশর্দীপের দুরন্ত বোলিংয়ে দুই উইকেটে দুই রান করেন শ্রীলঙ্কা। ভারত ব্যাটিং করতে নেমে ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব হাসাঙ্গার প্রথম বলেই তিন রান করে ম্যাচ জিতে যায়।
তাতে শ্রীলঙ্কার হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেয় ভারত। এশিয়া কাপে ছয় ম্যাচে ছয় জয় নিয়ে ফাইনালে উঠে যায় ভারত। আগামী রোববার ফাইনালে পাকিস্তানের মুখামুখি হতে যাচ্ছে সূর্য কুমার যাদবের দল।