হেরে গেলেও দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত হামজা
লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরী এই বছরের মার্চ মাস থেকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা শুরু করেছেন। অল্প সময়ের মধ্যেই তিনি দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। এখন পর্যন্ত তিনি পাঁচটি ম্যাচ খেলেছেন, যেখানে দুটি গোল করার পাশাপাশি একটি গোল করতে সাহায্যও করেছেন।
সম্প্রতি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ ভালো ফলাফল করতে পারেনি। তবে দলের এই পারফরম্যান্সে হামজা হতাশ হননি, বরং তিনি ইতিবাচক আছেন।
ইংল্যান্ডে ফিরে হামজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছেন, "আমরা অনেক পরিশ্রম করলেও ফলটা আমাদের পক্ষে আসেনি। কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি সব সময় গর্বিত। এবারের আন্তর্জাতিক বিরতি থেকে অনেক ভালো কিছু শেখার আছে। ইনশাআল্লাহ, নভেম্বরে আবার সবার সঙ্গে দেখা হবে।"
হংকং বিপক্ষে দুটি ম্যাচেই হামজা খেলেছেন। এর মধ্যে ঢাকায় বাংলাদেশ ৪-৩ গোলে হেরে যায় এবং অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
চার ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়ায় বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বাদ পড়েছে। তবে বাংলাদেশের সামনে এখনও দুটি ম্যাচ বাকি আছে। একটি ভারতের বিপক্ষে এবং অন্যটি সিঙ্গাপুরের বিপক্ষে।
