সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

আজ সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করা লাল–সবুজ শিবির এবার জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা সাম্প্রতিক ম্যাচগুলোতে নিজের পছন্দের ৪-৩-১-২ ফর্মেশনের বাইরে গিয়ে ৪-২-৩-১ ছকে দল সাজাচ্ছেন, যার সুফল মিলেছে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জেতা প্রীতি ম্যাচে। আজ সিঙ্গাপুরের বিপক্ষেও একই কৌশল অবলম্বন করতে পারেন তিনি।

দলে ফিরেছেন মাঝমাঠের প্রতিভাবান খেলোয়াড় শমিত সোম। তার আগমনে সোহেল রানা বা জামাল ভূঁইয়ার জায়গায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। গোলপোস্টে মিতুল মারমার থাকা একরকম নিশ্চিত। রক্ষণে তপু বর্মণ, তারিক কাজীর সঙ্গে সাদ উদ্দিন ও শাকিল আহাদকে দেখা যেতে পারে।

আক্রমণভাগে রাকিব হোসেনকে নাম্বার নাইনে রেখে দুই পাশে থাকবেন ফাহমিদুল ইসলাম ও শাহ কাজেম অথবা মোহাম্মদ ইব্রাহিম।

এখনো ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেননি কোচ কাবরেরা। ২৬ সদস্যের প্রাথমিক দল থেকে তিনজন বাদ দিয়ে আজ মাঠে নামার আগে চূড়ান্ত দল দিতে হবে।

বাংলাদেশ এ পর্যন্ত সিঙ্গাপুরের সঙ্গে স্বীকৃত ম্যাচে দুবার মুখোমুখি হয়েছে। একবার ড্র, অন্যবার হেরেছে। সর্বশেষ ২০১৫ সালে ঢাকায় সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হারে জামালরা।

এই ম্যাচ জিতলে ‘সি’ গ্রুপে শীর্ষে ওঠার দৌড়ে এগিয়ে যাবে বাংলাদেশ। কারণ, বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং—চার দলেরই এখন ১ পয়েন্ট করে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর