সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

কোয়ার্টার ফাইনালের লড়াই বলতে আমরা যা বুঝি, তার পুরোটাই ম্যাচজুড়ে উপহার দিয়েছে আর্জেন্টিনা-মেক্সিকো। অবশ্য শেষ হাসিটা হেসেছে আর্জেন্টিনা দল। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ চারে উঠার লড়াইয়ে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল সবার প্রিয় আর্জেন্টিনা।

২০০৭ সালের পরে এবারই সর্বপ্রথম যুব বিশ্বকাপের শেষ চারে উঠল চারবারের চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টটির সর্বশেষ ৭ আসরের মাঝে আর্জেন্টিনার সেরা সাফল্য হলো কোয়ার্টার ফাইনাল। এবার ফাইনালে উঠার হাতছানি তাদের সামনেই।চিলির সান্তিয়াগোর জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে আর্জেন্টিনা দুটি গোল করেছে দুই অর্ধে। প্রথমার্ধের ঠিক নবম মিনিটে মেক্সিকান গোলকিপারের ভুলে বল পেয়ে দলকে এগিয়ে দেন মাহের কারিজো। আসরে এটি ছিল তার তৃতীয় গোল। ফাইনালে উঠার লড়াইটা সহজ হবে না যুবাদের। সেখানে বুধবারের লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে যাচ্ছে কলম্বিয়া। গতকালের আরেকটি কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া ৩-২ গোলে হারিয়েছে স্পেনকে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর