সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ফের ৬ পয়েন্ট কাটা গেলো শেফিল্ড ইউনাইটেডের। দুই দফাতে পয়েন্ট কর্তনের পরে শেফিল্ডের পয়েন্ট বর্তমানে মাইনাস টেন। বিবিসি জানায় গত মার্চ, মে ও জুন মাসের খেলোয়াড় ও স্টাফদের বেতন দিতে ব্যর্থ হওয়ার জন্য ক্লাবটিকে এ বড় শাস্তি দেয় ইংলিশ লিগ কর্তৃপক্ষ। 

গত অক্টোবর মাসে ক্লাবটিকে ১২ পয়েন্ট জরিমানা করা হয়েছিল বলে জানা যায়। এইবার নতুন করে আরো ৬ পয়েন্ট কেটে নেওয়া হলো। ক্লাবটির পূর্বের মালিক দেইফন সানসিরিকেও বড় শাস্তি দেওয়া হয়। 

তিন বছর কোনো ক্লাবের সাথে যুক্ত হতে পারবেন না থাইল্যান্ডের এ ব্যবসায়ী। মাঠের খেলাতেও বেশ প্রভাব ফেলে এ সমস্যা। ইএফএলের ১৮ ম্যাচ ১ জয় ও ৫ ড্রতে ৮ পয়েন্ট পেলেও, মোট ১৮ পয়েন্ট কেটে নেওয়ার কারণে এখন তাদের পয়েন্ট মাইনাস টেন।  

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর