সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

সেমিফাইনালে প্রতিপক্ষ হিসাবে এবারের পাকিস্তানকে পেল বাংলাদেশ। নেপাল ও শ্রীলঙ্কাকে হাড়িয়ে সাফ অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে এখন বাংলাদেশ।

সোমবার ভারত পাকিস্তানের ম্যাচের পর সিদ্ধান্ত হয়েছে সেমিফাইনালের লাইন-আপ। ভারতের প্রতিপক্ষ এখন নেপাল এবং বাংলাদেশের প্রতিপক্ষ হিসাবে থাকবে পাকিস্তান।

শ্রীলঙ্কা কম্বোতে 'বি' গ্রুপের ম্যাচে ভারত ৩-২ গোলে পাকিস্তানের কাছে হারল। দুইবারই সমতায় ফেরার পর শেষ রক্ষা হলো না। ম্যাচ গ্রুপের অবস্থানও চূড়ান্ত হলো।

তিনটি খেলার মধ্যে তিনটিতে জিতেই গ্রুপ চ্যাম্পিয়ন ভারত এবং পয়েন্টের শীর্ষেও ভারত। অপর দিকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ পাকিস্তান। বাংলাদেশ ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই সেমিফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানে পেল বাংলাদেশ।

কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ২৫ই সেপ্টেম্বর বিকেলে প্রথম সেমিফাইনালে খেলবে পাকিস্তান ও বাংলাদেশ। এছাড়া অপর প্রান্তে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। ফাইনাল খেলা হবে ২৭ই সেপ্টেম্বর।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর