সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এলো বড় পরিবর্তন। জাতীয় ক্রীড়া পরিষদে মনোনীত পরিচালক হিসেবে শুরুতে দায়িত্ব পেয়েছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। তবে গতকাল বিসিবির নির্বাচনের পরে রাতেই সিদ্ধান্ত বদলায় এনএসসি। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার জন্যে ইসফাক আহসানের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

একটি বিশ্বস্ত সূত্র হতে জানা গেছে, ইসফাকের পরিবর্তে কর্পোরেট জগতের পরিচিত মুখ ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছেন এনএসসি।

বর্তমানে রুবাবা দৌলা বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্বরত আছেন। এর পূর্বে তিনি দেশের শীর্ষ দুই টেলিকম অপারেটর গ্রামীণফোন ও এয়ারটেল–এর গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন।

খেলাধুলার সাথে রুবাবার সম্পৃক্ততা নতুন কিছু নয়। ২০০৯ হতে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। একই সাথে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস–এর বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বিসিবিতে তিনি সম্ভবত মহিলা উইংয়ের দায়িত্ব নিতে পারেন বলে ধারণা করা যাচ্ছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর