সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ভারতের অন্যতম দুজন তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি জাতীয় দলের জার্সিতে ফিরলেন বেশ দীর্ঘদিন পরে। প্রায় ২২৪ দিন পরে দলে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে ব্যর্থ হলেন তারা।

রোহিত-কোহলি দুজনের কাউকেই আগের ছন্দের ধারে কাছেও দেখা গেল না। আত্মবিশ্বাসের অভাব ছিল সুস্পষ্ট। দুই ব্যাটার একত্রে মোট ২২ বল খেলেছেন। রোহিত করেছে ১৪ বলে ৮ রান ও কোহলি করেছে ৮ বলে শূন্য।

শুরুর দিকে রোহিত কিছুটা সময় নেওয়ার চেষ্টা করছিলেন। তবে ব্যাটে-বলে তা হচ্ছিল না। তার অবস্থা দেখে ধারাভাষ্য কক্ষে বসে রবি শাস্ত্রী বলেই দিয়েছেন, 'বলের বাউন্স সামলাতে পারল না ঋই তারকা, পিচে পড়ে বল একটু বেশিই লাফাল। অস্ট্রেলিয়া এসে মাত্র দু’দিন অনুশীলন করেছেন তারা। এখনও পিচের সাথে মানিয়ে নিতে পারেনি তারা।'

কোহলিরও একই দশা। ৮ বল খেলেও রানের ঘর খুলতে ব্যর্থ হন। স্টার্কের বল পয়েন্ট অঞ্চলে বেশ জোরে মারতে যান কোহলি, তবে নিয়ন্ত্রণ রাখতে পারেননি এই তারকা। বল ছিল হাওয়ায় আল সেই বল ঝাঁপিয়ে ভাল ক্যাচ ধরেন কুপার কোনোলি। শূন্য রানেই শেষ হয় কোহলির প্রত্যাবর্তন!

স্বাধীনতার বার্ত / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর