সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

লেভারকুসেন ম্যাচের আগে পিএসজির জন্য জোড়া সুখবর, দলে ফিরলেন দেম্বেলে ও মার্কিনিয়োস।

চোটের থাবা কাটিয়ে অবশেষে স্বস্তি ফিরল পিএসজির। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুসেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে ফিরেছেন তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে এবং রক্ষণের মূল কাণ্ডারি মার্কিনিয়োস। আজ, মঙ্গলবার রাতেই জার্মান ক্লাবটির বিপক্ষে মাঠে নামতে পারেন এই দুই তারকা।

হ্যামস্ট্রিংয়ের গুরুতর চোটে পড়ে গত ৫ সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে ছিলেন ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে। এই প্রায় দেড় মাসের লম্বা বিরতিতে পিএসজির হয়ে মোট সাতটি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে তাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তা ও বার্সেলোনার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে লেভারকুসেনের বিপক্ষেই ফিরতে চলেছেন তিনি।

দেম্বেলের পাশাপাশি পিএসজির স্বস্তি এনেছেন ব্রাজিলিয়ান মার্কিনিয়োসও। তিনিও প্রায় চার সপ্তাহের চোট কাটিয়ে দলে ফিরেছেন। সোমবার কোচ লুইস এনরিকে যে ২১ সদস্যের দল ঘোষণা করেছেন, সেখানেই এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে ৩৬টি দল দুটি করে ম্যাচ খেলেছে। বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ এবং তাদের সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থানে রয়েছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। দেম্বেলে ও মার্কিনিয়োসের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দলের শক্তি অনেকটাই বাড়িয়ে দেবে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর