সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক পেসার জাহানারা আলমের বিরুদ্ধে হওয়া যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ আনার পরেই তদন্তের ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার দুইদিন পরেই তদন্ত কমিটি গঠন করে বিসিবি।

তিন সদস্যের এ কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম। এই কমিটির অপর দুই সদস্য হলেন বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। জাহানারার অভিযোগসমুহ খতিয়ে দেখবে বিসিবির গঠন করা এই কমিটি। 

সাম্প্রতিক একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ এনেছেন জাহানারা। এই ঘটনাটি ২০২২ সালের। এছাড়াও মঞ্জুর বিরুদ্ধে বিভিন্ন সময়ে মানসিক নির্যাতন, যৌন হেনস্তা ও সেসব প্রস্তাবে রাজি না হওয়াতে বাজে আচরণ করার অভিযোগও তুলেল এই পেসার।

জাহানারার এই অভিযোগটি নারী ক্রিকেটের সাবেক ইনচার্জ ও সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সহকারী প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও। এছাড়া টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের আরো কয়েকজনের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে জাহানারার। এইগুলো নিয়ে নারী বিভাগের সেই সময়ের চেয়ারম্যান শফিউল ইসলাম চৌধুরিকে কয়েক দফা জানালেও তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে সাময়িক সমাধান করেছেন বলে অভিযোগ করে জাহানারা। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীকে এই বিষয়ে বিস্তারিত লিখিত জানানোর পরেও কোনও সমাধান তিনি পাননি। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর