সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আফগানিস্তানের বিপক্ষে আজ বুধবার আবুধাবিতে তিন ম্যাচ সিরিজের মাঝে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে মাঠে নামেবে দুই দল।

চলতি বছর বাংলাদেশ ওয়ানডে খেলেছে মোট ছয়টি, কিন্ত শেষ ম্যাচ ছিল জুলাইয়ে। শেষ ছয় ম্যাচের চারটিতে হেরেছে ও জিতেছে কেবলমাত্র একটি।

এবারের বাংলাদেশের দলটি গড়া হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে। অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজ থাকছেন ও দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটাররা যেন তাদের টি-টোয়েন্টির ফর্ম ধরে রাখতে পারেন, সে আশা করছে দল। আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক ৩–০ ব্যবধানের জয়ে তানজিদ হাসান ও সাইফ হাসান ভালো খেলেছেন, তাদের উপরই থাকছে আস্থা।

মাঝের সারিতে জায়গা পাওয়ার জন্য লড়াই চলবে তৌহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন ও নুরুল হাসানের মাঝে। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেতৃত্ব দেবেন পেস আক্রমণের ক্ষেত্রে। রিশাদ হোসেন ও তানভির ইসলাম দুজনকেই একাদশে রাখা হবে কি না, তা নিয়ে এখনও রয়েছে বহু কৌতূহল।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর