নিউজিল্যান্ডের কাছে হারল বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের স্বপ্ন গড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেটাররা। একই স্বপ্ন ছিল ভক্ত-অনুরাগীদেরও। তবে বাস্তবে তেমন কিছুই বাস্তবায়ন হলো না। ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিলে কিউই কন্যাদের কাছে। বাংলাদেশ দল হারল ১০০ রানের এক বড় ব্যবধানে। ম্যাচে প্রাপ্তি বলতে আছে শুধুমাত্র ব্যাট-বল হাতে রাবেয়া খানের অলরাউন্ড নৈপুণ্য ও ফাহিমা খাতুনের ব্যাটিং লড়াই।বিশ্বকাপ শুরু করার পর নিগার সুলতানা জ্যোতির দল টানা দুই ম্যাচ হারল। ইংল্যান্ডের পরে এবার হার মানতে হলো নিউজিল্যান্ডের মেয়েদের নিকট। এক জয় ও দুই হারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে মাত্র দুই পয়েন্ট। এখন আট দলের টুর্নামেন্টের লিগ পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে আছে লাল-সবুজের প্রতিনিধিরা। গৌহাটিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ফিফটি হাঁকান সোফি ডিভাইন (৬৩) ও ম্যাচসেরা হন ব্রুক হলিডে (৬৯)। চতুর্থ উইকেটে পরে দুজনে একত্রে ১৬৬ বলে ১১২ রানের জুটি গড়েন। সুজি বেটস ২৯ ও ম্যাডি গ্রিন সংগ্রণ করেন ২৫ রান।
স্বাধীনতার বার্তা / মেবি
