নাজমুল ইসলামের পদত্যাগের আলটিমেটাম দিলেন ক্রিকেটাররা
ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা-না খেলার প্রশ্নে তামিম ইকবালের মন্তব্যের জবাবে তাঁকে ‘ভারতীয় দালাল’ বলে ফেসবুকে পোস্ট করেছে বিতর্কিত বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম গতকাল ফের ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত আরেক মন্তব্য করেন। এর জেরে গতকাল ক্রিকেটারদের সংগঠন কোয়াব আলটিমেটাম দিয়েছে যে, আজকের মাঝে পদত্যাগ করতে হবে এম নাজমুল ইসলামকে।
আজ দুপুর একটার মধ্যে বিপিএলের ম্যাচ শুরুর পূর্বে এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ সকল রকমের খেলা বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে কোয়াব।
গতকাল রাতে জুমে আয়োজিত সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানায়, ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয়া।
গতকাল বিকেল বেলা বিসিবি পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম নাজমুল ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত একটি মন্তব্য করেন। টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের যে ক্ষতি হবে, এ নিয়ে প্রশ্নে এম নাজমুল ইসলাম বলেছেন, ‘ওরা গিয়ে ওখানে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করেছি, আমরা কি ওদের নিকট হতে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!’
স্বাধীনতার বার্তা / মেবি
