না ফেরার দেশে চলে গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ
বিপিএলে অনুশীলনের সময় হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২৭ ডিসেম্বর) মাঠে লুটিয়ে পড়লে তাৎক্ষণিক তাকে দ্রুত সিপিআর (প্রাথমিক জরুরি চিকিৎসা) দিয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা গিয়েছেন তিনি। এইদিকে, তার মৃত্যুর খবর পাওয়ার পর শোকের ছায়া নেমে এসেছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
ম্যাচের পূর্বে ওয়ার্ম আপ করছিলেন ঢাকা ক্যাপিটালসের সকল ক্রিকেটাররা। প্লেয়ারদের সাথে উপস্থিত ছিলেন মাহবুব আলী জ্যাকি। হঠাৎ করেই মাঠে লুটিয়ে পড়েন এ সহকারী কোচ। মাঠেই তাকে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। সিপিআর দেওয়ার পরেও অবস্থার কোনো উন্নতি না হওয়ার ফলে তৎক্ষণাৎ তাকে নিয়ে রওনা দেওয়া হয় হাসপাতালের পথে। তবে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এ অভিজ্ঞ কোচ।
প্রসঙ্গত, মাহবুব আলি জ্যাকি দীর্ঘদিন যাবত বিসিবির তালিকাভুক্ত কোচ হিসেবে কাজ করে আসছেন। বিপিএলের নানা আসরেও নিয়মিত দেখা যায় তাকে। ২০২০ সালের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং স্টাফের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জ্যাকি।
স্বাধীনতার বার্তা / মেবি
