সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে দলের বড় তারকা লিওনেল মেসিকে বিশ্রাম রেখেছিলেন দলের কোচ লিওনেল স্কালোনি। জাতীয় দলের হয়ে বিশ্রাম পেলেও বিশ্রাম মেলেনি ক্লাবের হয়ে, ঠিকই মাঠে নেমেছেন মেসি। আর নেমেই দেখালেন চমক। করলেন জোড়া গোল ও একটি অ্যাসিস্ট। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে আটলান্টাকে ৪-০ গোলে হারাল মেসির মিয়ামি।

মিয়ামির সাপোর্টার্স শিল্ড ধরে রাখার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল পূর্বের ম্যাচেই। এরপরও সম্পূর্ণ শক্তির দল সাথে নিয়েই মাঠে নেমেছিল তারা। শুরু হতেই প্রতিপক্ষকে চাপে রেখে মাত্র ৩৯তম মিনিটে এগিয়ে যায় মিয়ামি। ডান প্রান্তে বক্সের কাছাকাছি জায়গায় বল পেয়ে দুই ডিফেন্ডারের ফাঁদ এগিয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন এই তারকা।

বিরতির পরে ৫২তম মিনিটে মেসির মাপা লং পাস ধরে ব্যবধান অতিদ্রুত দ্বিগুণ করেন জর্দি আলবা। গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ান আলবা। এই অ্যাসিস্টের কারণে ক্যারিয়ারে মেসির অ্যাসিস্ট সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩৯৬, ৪ শর মাইলফলক স্পর্শ করতে দরকার আর মাত্র ৪টি অ্যাসিস্ট।

এরপরে ৬১তম মিনিটে বক্সের বাইরে হতে দারুণ এক শটে ম্যাচের তৃতীয় গোলটি করেন লুইস সুয়ারেজ। এরপরে ৮৭তম মিনিটে মেসি নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোলটি আদায় করে নেন আলবার সহায়তায়। চলতি মৌসুমে এমএলএসে এটি ছিল মেসির ২৬তম গোল, যা লিগের জন্য সর্বোচ্চ।

এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচটি ইন্টার মিয়ামি খেলবে আগামী ১৯ অক্টোবর বিপক্ষে থাকবে নাশভিল।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর