সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। টস জিতে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ ২২২ রানের চ্যালেঞ্জ রাখে আফগানদের সামনে। মামুলি এই চ্যালেঞ্জ ১৭ বল হাতে রেখেই পূরণ করে হাশমতউল্লাহ শহিদির দল।

এই ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, ‘আমার মনে হয় প্রথম ১৫ ওভারে আমরা বেশ কয়েকটি উইকেট হারিয়েছি, যা মোটেই ভালো নয়।

কিন্ত তাওহিদ হৃদয়ের প্রশংসা করে মিরাজ বলেছেন, 'কিন্ত খেলার মাঝে হৃদয় ভালো খেলেছে। চাপের মাঝেই ঠাণ্ডা মাথার ইনিংস খেলেছে সে। পরিস্থিতি সামলে পজিটিভভাবে ক্রিকেট খেলেছে। আমাদের সমস্যা হচ্ছে শেষ দিকে আমরা ভালো জুটি গড়তে ব্যর্থ হয়েছে।'

মিরাজ সিরিজে ফেরার বার্তা দিয়েছেন, ‘অবশ্যই, আমাদের হাতে এখনও একটি সুযোগ আছে, ২ ম্যাচ এখনও বাকি আছে। সুযোগ আছে আরও ভালো করে খেলার। আশা করি এখান হতে শিক্ষা নিয়ে আমরা ঘুরে দাঁড়াতে সফল হবো। আমি আত্মবিশ্বাসী আছি আমার ছেলেরা পরের ম্যাচে ভালো করবে।'

'বোর্ডে আমাদের পর্যাপ্ত রান ছিল না। এই উইকেটে ২৬০+ করতে পারলে ভালো কিছু আশা করা যেত। এখানেই ৪০ রান কম ছিল আমাদের। ভবিষ্যতে আমাদের ভালো জুটি গড়তে হবে। শেষের দিকে আমরা ভালো জুটি গড়তে ব্যর্থ হয়েছি।’

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর