তিন ম্যাচ পরে থামলেন মায়ামিও মেসি
তিন ম্যাচ পরে থামলেন মায়ামিও মেসি
টানা তিন ম্যাচ পর গোল পাননি লিওনেল মেসি। মেসির গোল না পাওয়াতে থামলেন ইন্টার মায়ামিও।গত রাত মেজর লিগে (এম এস এল) টরন্টোর বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি এতে ম্যাচটি ১-১ ড্র করেন ইন্টার মায়ামি। টরন্টোর বিপক্ষে মাঠে নামার আগে দারুণ ছন্দে ছিলেন ইন্টার মায়ামিও মেসি।
আগের তিন ম্যাচে ৫ গোল করেছিলেন লিওনেল মেসও। এ ম্যাচেও অনেক দারুণ সুযোগ তৈরী করছেন আর্জেন্টিনার কিংবদন্তি মহাতারকা লিওনেল মেসি। কিন্তু কোন গোলের দেখা পাননি লিওনের মেসি। গত রাতে কোন গোল না পেলেও এখনো মেজর লিগে ২৩ ম্যাচে ২৪ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা তালিকায় শীর্ষে আছেন লিওনেল মেসি।
প্রথম হাফের লস টাইমে ইন্টার মায়ামির হয়ে টরন্টোর বিপক্ষে জর্দি আলবার হেডে একমাত্র গোলটি করেন তাদেও আলেন্দে। হাফ টাইম শেষ ম্যাচের ৬০ মিনিটে টরন্টোর হয়ে দারুণ ফিনিশিংয়ে গোলটি শোধ করেন দোরদে মিহাইলোভিচ। ম্যাচের শেষ দিকে ইন্টার মায়ামি একের পর এক আক্রমণ করে যান কিন্তু আর কোন গোল আদায় করতে পারেনি।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ বলেন, আমরা জেতার জন্য খেলেছি। আমরা ভালো সুযোগ তৈরী করেছি। ম্যাচের দ্বিতীয় অধ্যায় হয়তো ১০ - ১৫ মিনিট ভালো ভাবে খেলেনি।কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিল। আজকের ম্যাচের আসল নায়ক অবশ্যই তাদের গোলকিপারই ছিলেন।