সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলমান ম্যাচে হঠাৎ মাঠেই অসুস্থ হয়ে পড়লেন বরিশাল বিভাগের ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। খুলনায় অনুষ্ঠিত হওয়া ম্যাচের প্রথম সেশনে, ইনিংসের ১৯তম ওভারের পরে বাউন্ডারি লাইনে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ফজলে মাহমুদ রাব্বির এমন অবস্থা দেখে মাঠে ছুটে আসেন প্রতিপক্ষ খুলনা বিভাগের খেলোয়াড়রাও। বিশেষ করে সৌম্য সরকার দ্রুত এগিয়ে আসে ও সহায়তা করে অসুস্থ ব্যাটারকে। তাৎক্ষণিকভাবে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে। কিন্ত কিছুক্ষণ পরে শারীরিক অবস্থার উন্নতি ঘটায় আর হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি।

আজ শনিবার শুরু হওয়া এনসিএলের ২৭তম আসরের এই ম্যাচে খুলনা ও বরিশাল মুখোমুখি হয়। ম্যাচ সূত্রে জানা গেছে, প্রচণ্ড গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েছিল জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলা ফজলে মাহমুদ রাব্বি।

ম্যাচ রেফারি আখেরুজ্জামান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘রাব্বিকে অ্যাম্বুলেন্সে নেয়া হয়েছিল সতর্কতামূলকভাবে। কিন্ত পরে তিনি ভালো অনুভব করায় হাসপাতালে নেয়ার আর প্রয়োজন হয়নি। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, পরবর্তীতে বিস্তারিত আরো জানানো হবে।’

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর