হাসপাতালে ভর্তি হয়েছেন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। গত চারদিন যাবত অসুস্থ ছিলেন তিনি। শুরুর দিকে জ্বরে ভুগছিলেন তিনি। ডাক্তারি পরীক্ষাতে ডেঙ্গু শনাক্ত হয়। এরপরেই হাসপাতালে ভর্তি হন মাহমুদউল্লাহ রিয়াদ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিসিবির মেডিকেল বিভাগ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পরেই ইনজুরিতে পড়েছিলেন এই ক্রিকেটার। যার কারণে এরপরে আর কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। কিন্ত চোট কাটিয়ে ফেরার পথেই ছিলেন তিনি। এরই মাঝে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার।
এখনো হাসপাতালে থাকলেও মাহমুদউল্লাহর শারীরিক অবস্থা পূর্বের হতে কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আগামী ২-১ দিনের মাঝেই বাড়িতে ফিরতে পারবেন সাবেক এই ক্রিকেটার।
স্বাধীনতার বার্তা / মেবি
