কত রুপিতে মোস্তাফিজকে কিনলো কলকাতা
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এবার ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। বাঁহাতি পেসার ফিজকে দলে পেতে লড়াই করেছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শেষ অবধি তাকে দলে পেয়েছে কলকাতা।
এখন অবধি আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে সর্বোচ্চ মূল্য হচ্ছে এটি। বাংলাদেশি মুদ্রায় যেটি প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। ২০০৯ সালে মাশরাফিকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা।
আইপিএলে মোস্তাফিজের এইটি হচ্ছে ষষ্ঠ দল। এই প্রথমবারের মতো কলকাতার জার্সিতে দেখতে পাবো ফিজকে। এর পূর্বে, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটাসে খেলেন বাংলাদেশি এ পেসার।
আইপিএল ক্যারিয়ারে মোট আট মৌসুমে ৬০ ম্যাচে মোট ৬৫ উইকেট পেয়েছে মোস্তাফিজ। এর পূর্বে ২০১৮ সালে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ানস এর হয়ে।
স্বাধীনতার বার্তা / মেবি
