কাবাডিতে পদক জয়ে বাংলাদেশের ইতিহাস
অবশেষে এশিয়ান যুব গেমসে অধরা পদক জয়ের স্বাদ পেল বাংলাদেশ দল। কাবাডি ইভেন্টে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে শ্রীলংকাকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী দল।
বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া ম্যাচে ৪৭-৪০ পয়েন্টে জয় পায় লাল-সবুজের মেয়েরা। এই জয় শুধু ব্রোঞ্জ পদকই নয়, এই জয় গেমসের ইতিহাসে বাংলাদেশের প্রথম পদক জয়ও এনে দিয়েছে।
প্রথমার্ধে বাংলাদেশ ২৫-১৮ পয়েন্টে শ্রীলঙ্কা হতে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলই সমান সমান ২২ পয়েন্ট করে অর্জন করলেও শেষ অব্দি জয়ের হাসিটা বাংলাদেশই হাসে।
তৃতীয় এশিয়ান যুব গেমসে মেয়েদের কাবাডিতে অংশগ্রহণ করেছে পাঁচটি দল—বাংলাদেশ, ইরান, শ্রীলংকা, ভারত ও থাইল্যান্ড। পূর্বের দুই আসরে কোনো পদক না পেলেও এইবারের আসরে বাংলাদেশি মেয়েদের এরূপ সাফল্য যেন এক নতুন ইতিহাস গড়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
