সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

এবার স্লোভাকিয়ার বিপক্ষে গোল উৎসব করছে জার্মানি। জার্মানরা জিতেছে ৬-০ গোলের ব্যবধানে। দুর্বার এই জয়ে বিশ্বকাপের টিকিট পেলো চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

লাইপজিগের মাঠ রেড বুল অ্যারেনাতে ম্যাচের ১৮ মিনিটেই লিড পায় জার্মানি। নিজের দলকে এগিয়ে দেন নিক ভোল্টেমাড। এরপরে ২৯ মিনিটেই গোল ব্যবধান ২-০ করেন সার্জিও নাব্রি। বিরতির পূর্বে ৩৬ ও ৪১ মিনিটে জোড়া গোল দিয়ে ব্যবধান ৪-০ নিয়ে যান লেরয় সানে। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বৃদ্ধি করে জার্মানি।

অপরদিকে বিশ্বকাপের টিকিট কাটলো নেদারল্যান্ডসও। ডাচদের বিশ্বকাপে খেলা অনেকটা পূর্বেই নিশ্চিতই ছিল। লিথুনিয়াকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা পেয়েছে তিনবারের এই রানার-আপরা।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর