সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

রিংকুর এক বল তিলিক বর্মার এক ইনিংস

এশিয়া কাপ শুরু হওয়ার আগে তিলিক বর্মা ও রিংকু সিং নিজেদের ট্রপি জিতার স্বপ্ন আগেই লিখে রেখেছিলেন। ভারতের ক্রিকেট বোর্ড প্রতিটি খেলোয়াড়কে দিয়েছেন একটি সাদা কাগজ। সেখানে লিখতে বলা হয়েছিল এই টুর্নামেন্টে নিজেদের ব্যক্তিগত ইচ্ছা কী?

সেই কাগজের মধ্যে তিলিক বর্মা লিখেছেন আমার ব্যক্তিগত ইচ্ছা ম্যাচ জেতানোর ইনিংস খেলবো।রিংকু সিং কাগজের মধ্যে লিখেছিলেন আমি জয়সূচক রান করে ম্যাচ জেতাবো। সেই কাগজের লেখা শুধু ওরা বাস্তবই প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন।

দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১৪৬ রানের তারা করতে নেমে ভারত জেতে দুই বল হাতে রেখে। ম্যাচের চাপের মধ্যে ৫৩ বলে ৬৯ রানের ইনিংস খেলে তিলিক বর্মা। ম্যাচসেরাও হন এই বাঁহাতি ব্যাটার। আর ১৯.৪ ওভারে চার মেরে ম্যাচ জিতান রিংকু সিং।

কিন্তু রিংকুর গল্পটা ছিল অন্যরকম। পুরো এশিয়া কাপের টুর্নামেন্টের দলের মধ্যে ছিলেন না তিনি। হার্দিক পান্ডিয়ার চোট পাওয়ার কারণে ফাইনালে সুযোগ পান তিনি। ব্যাটিং করতে নেমে বল খেলেছেন মাত্র একটি। আর সেই বলেই নিশ্চিত হল ভারতের শিরোপা জয়।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর