অবশেষে ঢাকায় এলেন আমাদের হামজা
এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আগামী ৯এ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথ্য দেবে বাংলাদেশ। সেম্যাচকে সামনে রেখে আজ সোমবার সকালে ঢাকায় পা রেখেছেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী।
ইংল্যান্ড হতে গতকাল বাংলাদেশ সময় রাতে রওনা দিয়ে আজ সকাল ১১টার দিকে দেশে পৌঁছান হামজা। তাকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে দ্রুত সময়ের মাঝে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে রওনা হন হামজা। কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে আজ বিকেল বেলা অনুশীলনে নামার কথা আছে তার।
হংকং ম্যাচকে সামনে রেখে ৩০এ সেপ্টেম্বর হতেই অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ। কিন্ত লেস্টার সিটির হয়ে ইংল্যান্ডে ব্যস্ততা থাকায় একটু পরেই যুক্ত হতে হলো হামজাকে।
৯এ অক্টোবর বাংলাদেশের জার্সিতে হামজার চতুর্থ ম্যাচ হবে।
এশিয়ান কাপ বাছাই পর্বে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে বাংলাদেশ দল। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে অবস্থান করছে হংকং। সমান পয়েন্ট নিয়ে ১ গোলে এগিয়ে শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুর। বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে সবার নিচে।
