গার্সিয়ার হ্যাটট্রিকে রিয়ালের বিরাট জয়
গঞ্জালো গার্সিয়ার হ্যাটট্রিকে রিয়াল বেতিসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান চারে নামিয়ে আনলো রিয়াল মাদ্রিদ।
বেতিসের বিপক্ষে সর্বশেষ ৫ ম্যাচে মাত্র একটিতে জয় লাভ। এমন সমীকরণের সাথে ছিল কিলিয়ান এমবাপ্পের ইনজুরি। কিন্তু মাঠের পারফরমেন্সে আগ্রাসী ভূমিকাতে দেখা মেলে রিয়াল শিবিরকে।
ম্যাচের ২০ মিনিটে গার্সিয়ার গোলে লিড নিয়েছে দলটি। বিরতির পরে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুন করেছেন গঞ্জালো গার্সিয়া। ৫৬ মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেছে অ্যাসেনসিও।
কিন্তু মিনিট দশেকের মাথাতে বেতিসের হয়ে একটি গোল শোধ দিয়েছে কুচো এর্নান্দেস। ৮২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেছেন গার্সিয়া। ম্যাচের শেষে দিকে ৫-১ ব্যবধানের বিরাট জয় নিশ্চিত করেছে ফ্রান গার্সিয়া।
এ জয়ে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হচ্ছে ৪৯।
স্বাধীনতার বার্তা / মেবি
