সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

কলম্বিয়াকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল সবার প্রিয় আর্জেন্টিনা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরবেলা টুর্নামেন্টের সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে দলটি।

ম্যাচের একটিমাত্র গোল করেন ইন্টার মিয়ামির তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি। ম্যাচটিতে দারুণ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আর্জেন্টিনা-কলম্বিয়ার মাঝে। বল দখলে কলম্বিয়া এগিয়ে থাকলেও শেষ হাসিটা হেসেছে আর্জেন্টিনাই।

ম্যাচের প্রথমার্ধ্ব ছিল সম্পূর্ণ গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে আর্জেন্টিনার জয়সূচক গোলটি করেন সিলভেত্তি। বক্সের মাঝে বল পেয়ে ডানপায়ের শখের দ্বারা তা জালে জড়ান এই ফরোয়ার্ড।

এরপরে ৭৯তম মিনিটে জন রেনটেরিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় কলম্বিয়া দল। কিন্ত গোলের ব্যবধান আর বাড়েনি।

আগামী ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে যাচ্ছে মরক্কো। ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে মরক্কো।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর