এবার স্পিনে ধার বাড়িয়েছে অস্ট্রেলিয়া
মিচেল মার্শের নেতৃত্বে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করে অস্ট্রেলিয়া। দক্ষিণ এশিয়ার কন্ডিশনসমূহ বিবেচনা করে একটি স্পিনার নির্ভর দল সাজিয়েছে অজিরা।
দলে অভিজ্ঞ ক্রিকেটারদের মাঝে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, প্যাট কামিন্সরা। মিচেল স্টার্কের অবসর ও স্পেনসার জনসনের চোটের জন্য এবার দলে সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার হাভিয়ের বার্টলেট। দলে রয়েছেন ট্রাভিস হেড, মার্কাস স্টয়নিস, নাথান এলিসরা।
কিন্তু এইবারের বিশ্বকাপ সাব-কন্টিনেন্টালে হওয়ার জন্য স্পিন ডিপার্টমেন্টেই বেশি গুরুত্ব দিয়েছে অস্ট্রেলিয়া। স্কোয়াডে মূল স্পিনার হিসেবে আছেন অ্যাডাম জাম্পা ও ম্যাথু কুনেম্যান। এছাড়া, স্পিন অলরাউন্ডার হিসেবে ম্যাক্সওয়েল ব্যতীত আছেন কুপার কনোলি ও ম্যাথু শর্ট।
দলে রয়েছেন ইনজুরি পুনর্বাসনে থাকা প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও টিম ডেভিড। কিন্তু কামিন্স অথবা হ্যাজলউডের মতো পেসারদের শেষ পর্যন্ত পাওয়া না গেলে বাঁহাতি পেসার দারউইশ অজি দলে ডাক পেতে পারেন বলে জানা যায়।
স্বাধীনতার বার্তা / মেবি
