এবার পিএসএলে খেলবেন মোস্তাফিজ রহমান
কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে পাকিস্তান লিগে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেয় পিএসএল। গতকাল (৬ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে এই পোস্ট দেওয়া হয়েছে।
পিএসএলের পোস্টে যা বলা হয়, ব্যাটাররা সাবধান… এইবার নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছে ফিজ। পিএসএলের ১১তম আসরে যুক্ত হচ্ছে মুস্তাফিজ।
এইদিকে একটি সূত্র জানায়, পিএসএলে খেলার জন্য ড্রাফটে নাম লিখেয়েছে মোস্তাফিজ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনা অনুসারে আইপিএলের পরবর্তী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড হতে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
এরপরে নিরাপত্তা শঙ্কাতে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মাঝে টুর্নামেন্টের ভেন্যু সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে ই-মেইল পাঠায় বিসিবি। কিন্তু এখন পর্যন্ত কোনো মেইলের কোনো রকম জবাব দেয়নি আইসিসি।
স্বাধীনতার বার্তা / মেবি
