সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ফুটবল উন্মাদনার বাংলাদেশে ফের এসেছে স্বপ্নের ফিফা বিশ্বকাপ ট্রফি। আজ (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে বাংলাদেশের মাটিতে এসেছে সোনালি ট্রফিটি।

ঢাকার শাহজালাল বিমানবন্দরে কিছু আনুষ্ঠানিকতার পরে হোটেল রেডিসনে আসবে এ ট্রফি। ট্রফির সাথে এসেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

গত ৩ জানুয়ারি হতে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফির ঘোরাঘুরি। আগামাী বিশ্বকাপকে কেন্দ্র করে এইবার সৌদি আরব দিয়ে বিশ্বভ্রমণের সূচনা হয়েছে এই ট্রফির।

৩০টি ফিফা সদস্য দেশের মোট ৭৫টি গন্তব্যে ভ্রমণ করবে এই ফিফা বিশ্বকাপ ট্রফি। সম্পূর্ণ সফর চলবে ১৫০ দিনেরও অধিক সময় যাবত।

বাংলাদেশে আজ দুপুর ২টার পরে নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি নিয়ে সেশনের ব্যবস্থা রয়েছে। কিন্তু সাধারণ দর্শকদের এটি দেখার তেমন সুযোগ থাকছে না।

গত ২৪ বছরে মোট চারবার বাংলাদেশে এলো বিশ্বকাপ ট্রপি। প্রথমবার আথিতেয়তা নিয়েছে ২০০২ সালে। সোনারগাঁও হোটেলের সে প্রদর্শনীই এই দেশের মানুষের মনে বুনে দেয় বিশ্বমঞ্চে ট্রফি দেখার স্বপ্ন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর