সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ফিফা র‍্যাংকিংয়ে দুই দলের মাঝে ব্যবধান ১৫২ ধাপ। মাঠের লড়াইয়েও সেই বিষয়টি ফুটে উঠল স্পষ্ট। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোকে নিয়ে দারুণ ছেলেখেলা করলো আর্জেন্টিনা। অধিনায়ক মেসির রেকর্ডের দিনে ম্যাচটি ৬-০ গোলে জিতেছে এই বিশ্ব চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার হয়ে দুইটি করে গোল দিয়েছেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্টিনেজ। মাত্র একবার জালের দেখা পান গঞ্জালো মন্টিয়েল। অপর গোলটি এসেছে প্রতিপক্ষের জন্য উপহারস্বরূপ। ৬৪ মিনিটে এসে পুয়ের্তো রিকোর স্টিভেন এচেভেরিয়া আত্মঘাতীর গোলটি দেন।

বাংলাদেশ সময় ভোরবেলা ম্যাচের ২২ মিনিটে গোল দিয়ে সূচনা করে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টে শীর্ষে থাকা নেইমারকে ধরে ফেলেন (৫৯) মেসি। লাউতারোকে দিয়ে অপর একটি গোল করিয়ে ছাড়িয়ে যান নেইমারকে।

৩৬ মিনিটে ফ্লাকো লোপেজের পাস হতে দলের দ্বিতীয় গোলটি করেন ম্যাক অ্যালিস্টার। এরপরে ৭৯ ও ৮৪ মিনিটে গোল করেন লাউতারো। সর্বশেষ গোলটি মেসি ও লাওতারোর মাঝে দারুণ বোঝাপড়ার সফল ফসল। বক্সে দৌড়ের উপর লাওতারোকে ব্যাক পাস করেন মেসি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর