চেলসির কোচ হিসেবে নিয়োগ পেলো লিয়াম রোজনিয়র
চেলসির নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছে সাবেক ইংলিশ ডিফেন্ডার লিয়াম রোজনিয়র। ফরাসি ক্লাব স্ত্রাসবুর্গ ছেড়ে দিয়ে চেলসিতে যোগ দিচ্ছেন রোজনিয়র।
স্ত্রাসবুর্গে গত ১৮ মাসে সোনালি সময় পার করেন রোজনিয়র। ২০২৪ সালের জুলাই মাসে যোগ দিয়ে ফরাসি লিগে সপ্তম অবস্থানে নিয়ে এসেছেন স্ত্রাসবুর্গকে। কিন্তু বড় চ্যালেঞ্জ নেওয়ার মিশনে এইবার নাম লেখালেন ব্লুজ শিবিরে।
এর পূর্বে, ২০২২ সালে ডার্বি কাউন্টির ভারপ্রাপ্ত কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেছেন রোজনিয়র। ওই একই বছরে প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন হাল সিটিতে।
১ জানুয়ারি চেলসির কোচের পদ হতে বরখাস্ত হোন এনজো মারেসকা। তার অধীনে ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা কনফারেন্স লিগে জয় লাভ করে ইংলিশ ক্লাবটি। তবে ক্লাব কর্তাদের সাথে মনোমালিন্যে চাকরি হারাতে হয় এ ইতালিয়ানকে।
স্বাধীনতার বার্তা / মেবি
