ব্রাজিলের বিদায়
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে একের পর এক দুর্দান্ত জয়ে গ্রুপসেরা হয়ে শেষ ষোলোতে উঠেছে আর্জেন্টিনা। কিন্ত স্পেনের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ১-০ গোলে হেরে টুর্নামেন্টের প্রথম পর্বেই বিদায় নিতে হলো ব্রাজিলকে।
ডি’ গ্রুপে অবস্থান করা আর্জেন্টিনা যুবদল প্রথম ম্যাচে কিউবাকে ৩-১ ও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারিয়ে আগেই নকআউট পর্বের পথ সুগম করেছিল।
অন্যদিকে, চিলির সান্তিয়াগোয় ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে বিদায় নিশ্চিত করে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। আর্জেন্টিনা এইবার ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপ সেরা।
বিগত দুই আসরে তারা বিদায় নিয়েছিল দ্বিতীয় রাউন্ড হতে।
এ ছাড়াও ইতিমধ্যেই শেষ ষোলো নিশ্চিত করেছে—‘এ’ গ্রুপ হতে জাপান ও চিলি এবং ‘বি’ গ্রুপ হতে ইউক্রেন ও প্যারাগুয়ে।