সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসতে পারে এক নতুন চমক—নোয়াখালী। আগামী মৌসুম হতে প্রায় পাঁচটি নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।

বিসিবির দেওয়া তথ্যসূত্রে, বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা অর্জনে আগ্রহী স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা ও উদ্যোক্তাদের কাছ হতে Expressions of Interest (EOI) আহ্বান করা আছে। এই অধিকার দেওয়া হতে পারে টানা পাঁচ মৌসুমের জন্য—অর্থাৎ বিপিএলের ১২তম (২০২৬) হতে ১৬তম আসর অব্দি।

বিসিবি সর্বমোট দশটি সম্ভাব্য অঞ্চলের নাম প্রকাশ করেছে, যেগুলোর মাঝে অন্তত পাঁচটি অঞ্চলের মালিকানা অনুমোদিত হবত পারে। সে অঞ্চলগুলো হলো—বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট।

বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছেন, যোগ্য আবেদনকারীদের মাঝে কমপক্ষে পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে বাছাই করা হবে। নির্বাচনের ক্ষেত্রে আর্থিক সক্ষমতা, সুনাম ও লিগের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সাথে কৌশলগত সামঞ্জস্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে নিশ্চিত করেন।

এতে নোয়াখালীর নাম উঠে আসায় নতুন এক উত্তেজনা তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে। যদি সবকিছু পরিকল্পনা অনুসারে এগোয়, তাহলে বিপিএলের আসন্ন মৌসুমে প্রথমবারের মতো দেখা যেতে পারে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি দলকে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর