সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার পূর্বে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া।

গতকাল (১৪ জানুয়ারি) এই সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিশ্বকাপের সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এই সিরিজ খেলবে অস্ট্রলিয়া ও পাকিস্তান। আগামী ২৯ ও ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি হবে এই তিন টি-টোয়েন্টি। লাহোর গাদ্দাফি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। ম্যাচ শুরু করা হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে।

সিরিজ খেলার জন্য ২৮ জানুয়ারি পাকিস্তানে পৌঁছাবে অস্ট্রেলিয়া। কোনো রকম প্রস্তুতি ছাড়াই খেলবে ম্যাচ।

২০২২ সালের মার্চ-এপ্রিলের পরে হতে এই নিয়ে তৃতীয় দফায় পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপে 'এ' গ্রুপে রয়েছে পাকিস্তান। তাদের সঙ্গী হচ্ছে ভারত, যুুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। অজিরা রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর