লিওনেল মেসির ৩৭তম জন্মদিন
আজ ২৪ জুন, ফুটবল ইতিহাসের এক অনন্য তারকা লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন। ১৯৮৭ সালের এই দিনে আর্জেন্টিনার রোসারিও শহরে জন্ম নেওয়া এই বিস্ময়কর প্রতিভা আজ পূর্ণ করলেন ৩৮ বছর।
বিশ্ব ফুটবলের ইতিহাসে মেসি শুধু একজন খেলোয়াড় নন— বরং তিনি একটি যুগ, একটি অনুপ্রেরণা, এক অসাধারণ অধ্যায়ের নাম।
প্রথম বার্সেলোনা, এরপর পিএসজি, আর এখন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি—প্রতিটি ক্লাবেই তিনি রেখে গেছেন অসামান্য অবদান।
তিনি এমন এক কিংবদন্তি, যিনি ব্যক্তিগত অর্জন ও দলীয় সাফল্যের মিশেলে গড়ে তুলেছেন এক ইতিহাস। রেকর্ড ৮ বার জিতেছেন স্বপ্নের ব্যালন ডি’অর—যা তাঁকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছে।
২০২২ সালে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে এনে দিয়েছেন ফিফা বিশ্বকাপ, আর নিজেও হয়েছেন বিজয়ী অধিনায়ক হিসেবে অমর।
আন্তর্জাতিক ফুটবলে শতাধিক গোল করে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন গোল করার এক জীবন্ত মেশিন হিসেবে।
শুধু পরিসংখ্যানেই নয়, তিনি কোটি ভক্তের হৃদয়ে ভালোবাসা, শ্রদ্ধা আর অনুপ্রেরণার চিরন্তন নাম—একজন সত্যিকারের ‘হার্টবিট অব ফুটবল’।