সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভি একই সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক বিদ্বেষ থাকায় তাই রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত এমন কারো কাছ হতে এশিয়া কাপের ট্রফি নিতে ইচ্ছুক হয়নি শিরোপাজয়ী ভারত। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবিডি ভিলিয়ার্সের এই বিষয়টি মোটেই পছন্দ হয়নি।

আইপিএলে দীর্ঘদিন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন এই খেলোয়াড়। সেই সূত্রে তার ভারতে অনেক যাতায়াত ও দেশটির অনেকের সাথেই তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্ত এশিয়া কাপের পর ভারতের এরূপ আচরণ মেনে নিতে পারেননি তিনি।  

কিন্ত ডি ভিলিয়ার্স ভারতের টি-টোয়েন্টি সেটআপ নিয়ে মুগ্ধ হয়েছেন বিশেষ করে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে। ডি ভিলিয়ার্স বলেন, ‘আসুন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টির উপর মনোযোগ দেই। ভারতকে দেখে সত্যিই অনেক শক্তিশালী লাগছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে বড়সড় প্রস্তুতি নিচ্ছে। তাদের দেখে মনে হচ্ছে তাদের বহু প্রতিভা আছে ও তারা বড় মুহূর্তগুলো ভালোভাবে খেলে যা দেখতে সত্যিই অসাধারণ।’

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর