সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

কলম্বোতে টস জিতে ব্যাট করতে মাঠে নামা পাকিস্তান টাইগ্রেস বোলারদের দাপটে ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানে অলআউট হয়েছে।ইনিংসের শুরুর ওভারেই জোড়া উইকেট নিয়েছে বাংলাদেশের পেসার মারুফা আক্তার। তার সুইং ও গতিতে কম্পিত হয়ে ওঠে পাকিস্তানের টপ অর্ডার। প্রথম ওভারের পঞ্চম বলে ওমাইমা সোহেলকে বোল্ড করার পরের মুহূর্তেই ফর্মে থাকা সিধরা আমিনের স্টাম্প ভাঙতে সক্ষম হন এ ডানহাতি পেসার। দুই ব্যাটারই রানের খাতা শূন্য রেখে ফিরে যান।২ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে এরপর ফর্মে তোলার দারুণ চেষ্টা করেন মুনিবা আলি ও রামিন শামিম। কিন্ত বড় হতে থাকা এই জুটি নিমেষেই ভেঙেছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।বাংলাদেশের হয়ে বল হাতে সেরা দক্ষতা দেখিয়েছেন অলরাউন্ডার স্বর্ণা আক্তার, মাত্র ৫ রানে তিনি ৩টি মূল্যবান উইকেট নিয়েছেন। এ ছাড়াও ইনিংসের শুরুতে জোড়া উইকেটধারী মারুফা ও মাঝের ওভারে নাহিদা আক্তার পেয়েছেন দুইটি করে উইকেট। বাকি উইকেটগুলো পালাক্রমে ভাগ করে নিয়েছেন নিশিতা নিশি, রাবেয়া খান ও ফাহিমা খাতুন।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর