সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ নারী দল
পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। কক্সবাজারে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে তিন উইকেটে হারিয়ে গেছে লাল-সবুজ এই প্রতিনিধিরা।
কক্সবাজারে পূর্বে ব্যাট করতে নেমে সাত উইকেটে মাত্র ৮০ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস। সর্বোচ্চ ২৮ রান করে উইকেটরক্ষক কোমাল হাসান। বাংলাদেশের হয়ে হাবিবা ইসলাম পিংকি মাত্র ১৭ রানে নেন চারটি উইকেট।
৮১ রানের এই লক্ষ্যে খেলতে নেমে জয়ের ভিত গড়ে তুলেন ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা। ৩৮ বলে ৩২ রান করেছেন তিনি। এছাড়াও সাদিয়া আক্তার ১০ বলে করেছেন ১৩ রান।
স্বাধীনতার বার্তা / মেবি
