বিসিবি নির্বাচনে নেই তামিম
শুধু তামিম ইকবাল নয়, তার সাথে বিসিবি নির্বাচন হতে শেষ খবর পাওয়া পর্যন্ত আরও ১০ জন সরে দাঁড়িয়েছেন। তারা বুধবার দুপুর ১২টার মাঝে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন হতে সরে দাঁড়ানোর কারণ হিসেবে তারা বলেছেন, সরকারের বর্তমান ক্রীড়া প্রশাসন এই নির্বাচনে হস্তক্ষেপ করছে যার ফলে তারা এখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো উপায় দেখছেন না। একারণে তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন এই নির্বাচনে অংশগ্রহণ না করার। বিসিবি নির্বাচন হতে মূলত ক্যাটাগরি-১, যা ক্লাব ক্যাটাগরি নামে পরিচিত সেখান হতেই প্রার্থিতা প্রত্যাহারের সংখ্যা সবচেয়ে অধিক। এই ক্যাটাগরি হতে তামিমের সাথে আরো ৮ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তামিম ইকবালের এসঙ্গীরা হলেন— সাইদ ইব্রাহিম, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদজ্জামান, আসিফ রাব্বানি, মির্জা ইয়াসির আব্বাস ও সাব্বির আহমেদ রুবেল। এছাড়াও ক্যাটাগরি ১ হতে সরে দাঁড়িয়েছেন মীর হেলাল ও ক্যাটাগরি ৩ হতে নিজের নাম প্রত্যাহার করেন সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর। মূলত পরিচালক পদে ভাগাভাগির মীমাংসা বৈঠক ভেস্তে যাওয়ায় বিসিবির এই নির্বাচন হতে সরে দাঁড়ানো বা নাম প্রত্যাহারের ঘটনা। উভয়পক্ষের মাঝে সমঝোতা না হওয়ার পরিপ্রেক্ষিতে বিসিবি সাবেক সভাপতি ফারুক আহমেদ বিতর্কিত ১৫ ক্লাবের বিপক্ষে আদালতে রিট করেন। ফারুকের এই রিটের প্রেক্ষিতে আদালত এই ১৫ ক্লাবের বিপক্ষে নিষেধাজ্ঞার নির্দেশ দেন। এই নিদের্শনা অব্যাহত থাকলে এই ১৫ ক্লাবের কাউন্সিলার
ও নির্বাচনে প্রার্থিতা বড় ধরনের জটিলতায় পড়বে।
৬এ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। তামিম ইকবাল ও তার প্যানেলের অনেকে এ নির্বাচন হতে সরে দাঁড়ানোয় বিসিবির এবারের নির্বাচন কি তাহলে একতরফা নির্বাচনে পরিণত হচ্ছে নাকি-এরূপ প্রশ্ন নেটিজেনদের মাঝে।