সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

আজ এশিয়া কাপে সুপার ফোরের প্রথম পরীক্ষা টা বাংলাদেশের, তা ও আবার শ্রীলঙ্কার বিপক্ষে। যাদের হাত ধরে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। আজ রাত আটায় আবার সেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বড় ব্যবধানে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয় বাকি দুই দলও শ্রীলঙ্কার কাছে হেরেছে তাই বলা যায়, শ্রীলঙ্কা অনেক ছন্দে আছে।

আফগানিস্তানের বিপক্ষে ওপেনিং করেছিলেন তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। সে দিন পারভেজ কে বসিয়ে সাইফ হাসান কে খেলালেন অধিনায়ক লিটন কুমার দাস। লিটন কুমার দাসের এই সিদ্ধান্ত কাজে লেগেছে। তানজিদ হাসান ও সাইফ হাসান জুটি গড়ে তুলেন ৪০ বলে ৬৩ রান। ২৮ বলে ৩০ রান করে সাজ ঘড়ে ফিরেন সাইফ হাসান।।

তাই আজ ও দেখা যেতে পারে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এর সাথে সাইফ হাসানকে। তিনে লিটন কুমার দাস চারে হৃদয় পাঁচে শামীম হোসেন এবং ছয়ে জাকের আলীকে। তাওহীদ হৃদয় সেরা ছন্দে না থাকলেও গত ম্যাচে ২০ বলে ২৬ রান করেন তাওহীদ হৃদয়। তাই আজও একাদশে থাকার সম্ভাবনা বেশি।

আফগানিস্তানের সাথে জাকের আলী সবাইকে ব্যাটিংয়ে হতাশ করেছিলেন ১৩ বলে ১২ করে।আফগানিস্তানের বিপক্ষে খেলার দিন নুরুল হাসান সোহানও খেলানো হয়েছে। তিনি ৬ বলে ১২ রান করেন।

বেটিংয়ে গভীরতা বাড়াতে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের অধিনায়ক ৪ বলার নিয়েই মাঠে নেমেছিল। পাঁচ নাম্বার বলার হিসেবে সাইফ হাসান এবং শামীম হোসেন পাটোয়ারীকে বোলিং সারাতে গিয়ে তারা ৪ ওভারে রান খরচ করেন ৫৫ রান। সেই ক্ষেত্রে মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিবকে আজ একাদশে দেখা যেতে পারে। তাদের দুজন থেকে একজন আসা মানে জাকির আলী অথবা নুরুল হাসান সোহান বাদ পড়তে পারেন । চলতি এশিয়া কাপে ৪৮ বলে ৫৩ রান করা জাকের আলিকে বসাতে পারে বাংলাদে

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর