এশিয়ান কাপে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ হারে বাংলাদেশ
এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে থাইল্যান্ড সফর করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গত শুক্রবার (২৪ অক্টোবর) ফিফা র্যাংকিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।
প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে থাকলেও, বিরতির পর বাংলাদেশের খেলোয়াড়রা সমতায় ফেরাতে পারেনি এবং আরও দুই গোল হজম করতে হয়।
বাংলাদেশ দলের কোচ পিটার বাটলারের শিষ্যরা এবার ২৭ অক্টোবর দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে স্বাগতিক দলের সঙ্গে মাঠে নামবে। এশিয়ান কাপে অংশ নিলেও থাইল্যান্ড এবার ভারতের বিপক্ষে হেরে খেলতে পারছে না।
