ওয়ানডেতে বাংলাদেশের হার দিয়ে শুরু
টি–টোয়েন্টির ছন্দটা ওয়ানডেতে ধরে রাখতে ব্যর্থ হলো বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খারাপ ব্যাটিং ও বোলিংয়ে ৬ উইকেটে হেরেছে মেহেদি হাসান মিরাজের দল। এই জয়ের মাধ্যমে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান।
আবুধাবিতে টস জিতে ব্যাটিং করতে নেমে তাওহীদ হৃদয় (৫৬) ও মেহেদি হাসান মিরাজের (৬০) ফিফটির পরেই ব্যাটিং বিপর্যয়ে ৪৮.৫ ওভারে ২২১ রানে থমকে যায় বাংলাদেশ। পাল্টা জবাবে রহমানুল্লাহ গুরবাজ (৫০) ও রহমত শাহর (৫০) ফিফটির পরে আজমতউল্লাহ ওমরজাই-হাসমতউল্লাহ শাহিদীর জুটিতে ৫ উইকেট ও ১৭ বল হাতে রেখে নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।
লক্ষ্য পূরণে সাবলীল খেলে ৫২ রানের উদ্বোধনী জুটি গড়েন গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তাতেই জয়ের ভীত মজবুত হয়ে যায় আফগানিস্তানের।
পাঁচ বলের মাঝে গুরবাজ ও রহমতকে বিদায় করে সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। এরপর কেবল বাংলাদেশের লাগামহীন বোলিং ও আফগানদের সাবলীল ব্যাটিং চলমানছিল। ওমরজাই ও শাহিদীর ৫৯ রানের জুটিতে জয় আসে অনায়াসে।
এর পূর্বে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল হতাশাজনক। টপ অর্ডারের তিন ব্যাটার ফিরে যান দলের ৫৩ রানের মাঝেই। ওয়ানডে অভিষেকে ৩৭ বলে ২৬ রান করেছেন সাইফ, তানজিদ হাসান ১০ বলে ১০ রান ও তিন নাম্বারে নামা নাজমুল হোসেন ৫ বলে ২ রান তুলেছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
