বাবা ছেলের নৈপুণ্যে নোয়াখালীর দ্বিতীয় জয়
অভিষেকেই বিপিএল মঞ্চ মাতালেন আফগান তারকা মোহাম্মদ নবির পুত্র হাসান ইসাখিল। তার ৯২ রানের ইনিংসে ঢাকাকে ৪১ রানের ব্যবধানে হারায় নোয়াখালী এক্সপ্রেস। তাদের দেওয়া ১৮৫ রানের পাল্টা জবাবে ১৪৩ রানেই গুটিয়ে গেছে ঢাকা ক্যাপিটালস।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই প্রথমবারের মতো একাদশে বাবা-ছেলের দারুণ খেলা দেখলো ক্রিকেট বিশ্ব। বাবা মোহাম্মদ নবির হাত হতেই অভিষেক ক্যাপ গ্রহণ করেছে হাসান ইসাখিল।
এইদিন টস হেরে ব্যাট করতে নেমে নোয়াখালীর হয়ে ঝড় তুলেছেন এই নবিপুত্র। সৌম্য সরকারকে সাথে নিয়ে গড়েছে ১০১ রানের উদ্বোধনী জুটি। সৌম্য ৪৮ রান করে ফিরে গেলেও তাণ্ডব চালিয়ে যান ইসাখিল। এক পর্যায়ে বাবা নবির সাথে গড়ে তুলেন ৫৩ রানের জুটি। শেষ অবধি সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৯২ রান করে আউট হয়েছেন তিনি। নোয়াখালী পেয়েছে ১৮৪ রানের এক বিরাট সংগ্রহ।
পাল্টা জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪৩ রানে থেমে যায় ঢাকার ইনিংস। সর্বোচ্চ ৩৪ রান আসে সাইফউদ্দিনের ব্যাট হতে। মাত্র ৩৩ রান করে আউট হয়ে যান দলনেতা মিঠুন। শামীম হোসেন খেলেছেন ১৬ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস।
স্বাধীনতার বার্তা / মেবি
