আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামি বিদেশি খেলোয়াড় কে
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ইতিহাসের বিদেশি খেলোয়াড়ের মাঝে সর্বোচ্চ দামে বিক্রি হয়ে রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। শেষ অবধি ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
এইবার ক্যামেরন গ্রিনের ভিত্তি মূল্য ছিল প্রায় ২ কোটি রুপি। গ্রিনকে কেনার লড়াইয়ে নেমেছিল তিনটি ফ্র্যাঞ্চাইজি—কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।
কিন্তু শুরুতে মুম্বাই ইন্ডিয়ানস ভিত্তিমূল্যে ডাক দেওয়ার পরে থেমে যায়। এরপরে তাকে নিয়ে কলকাতা ও রাজস্থানের লড়াই শুরু হয়ে যায়। দু'দলের টানাটানিতে দাম ওঠে দাঁড়ায় ১৩ কোটি ৬০ লাখ রুপি। রাজস্থান লড়াই হতে সরে আসলেও চেন্নাই তখনও হাল ছাঁড়েনি। তবে শেষ অবধি কলকাতাই তাকে কিনে নিয়েছে।
এর পূর্বে, ২০২৪ সালে আইপিএলের সময় মিশেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল কলকাতা। তিনিই ছিলেন সবচেয়ে দামী খেলোয়াড়।
স্বাধীনতার বার্তা / মেবি
