সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভোজ্যতেলের দাম সরকার বাড়ায়নি , উৎপাদকরা নিজেরাই বাড়িয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এইকথা বলেছেন।

এর পূর্বে সোমবার আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির ফলে দেশেও ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন মূল্য মঙ্গলবার হতে কার্যকর হওয়ার কথা আছে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে।

নতুন নির্ধারিত দামে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৯৫ টাকা ও পাঁচ লিটার বোতল সয়াবিন তেলের দাম ৯৪৫ টাকা। খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৭৭ টাকা ও খোলা পাম তেল প্রতি লিটার ১৬৩ টাকায় বিক্রি হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে এই নতুন মূল্য সমন্বয় করা হয়, যা অতিদ্রুত কার্যকর হবে।

বর্তমানে বাজারে বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৭৪ টাকা ও পাম তেল ১৫০ টাকায় বিক্রি হচ্ছিল। যার হিসেবে লিটার প্রতি ৩ হতে ১৩ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধি হলো।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর