স্বর্ণের দামে ফের রেকর্ড
পূর্বের সকল রেকর্ড ভেঙে দেশের বাজারে বর্তমানে স্বর্ণের দাম সর্বোচ্চ। প্রতি ভরিতে এইবার সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা অবধি বৃদ্ধি পেয়েছে। যার কারণে ভালো মানের স্বর্ণ অর্থাৎ ২২ ক্যাারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় এসে উঠেছে।
সোমবার (১২ জানুয়ারি) বাজুসের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ দাম আজ (১৩ জানুয়ারি) হতে কার্যকর হবে।
নতুন দাম অনুসারে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা।
স্বর্ণের দামের সাথে এবার বাড়ানো হয়েছে রুপার দাম-ও। ২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৯৪৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
