সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সর্বশেষ সমন্বয়ে দেশের বাজারে কমানো হয়েছে সোনার দাম। সিদ্ধান্ত অনুসারে, আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সর্বশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে মূল্যবান এই ধাতু বিক্রি হবে।

সর্বশেষ গত ১৫ নভেম্বর রাতে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেইদিন ভরিতে ৫ হাজার ৪৪৭ টাকা কমিয়েছে এই সংগঠনটি।

সিদ্ধান্ত অনুসারে, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা করে। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকা করে বেচাকেনা হচ্ছে।

এইদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরো জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সাথে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ অবশ্যই যুক্ত করতে হবে। কিন্তু গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এই নিয়ে চলতি বছর সর্বমোট ৭৭ বার দেশের বাজারে সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৫৩ বার ও কমেছে মাত্র ২৪ বার। ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল বলে জানা যায়। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল ও কমানো হয়েছিল মাত্র ২৭ বার।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে এখনো অপরিবর্তিত আছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি করা হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকা করে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর