স্বর্ণের দাম ফের রেকর্ড গড়ল
দেশের বাজারে আরো এক দফা বাড়ানো হলো স্বর্ণের দাম। এবার ভরিতে ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার মূল্য ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করা হয়। যেটা দেশের ইতিহাসে মূল্যবান এধাতুর সর্বোচ্চ মূল্য।
সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার হতেই নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। যার ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুসারে, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের মূল্য পড়বে প্রায় ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সাথে আবশ্যিকভাবে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুসের নির্ধারিত কমপক্ষে মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। কিন্ত গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলে বলা হয়। স্বর্ণের মূল্য বাড়ানোর সাথে এবার বাড়ানো রয়েছে রুপার মূল্যও। ভরিতে ১ হাজার ২২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ২০৫ টাকা, যেটা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮০২ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
