সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ব্যাংকে আমানত বৃদ্ধি পেলেও, বেসরকারি খাতে ঋণ প্রবাহ বেশ দুর্বল। সেপ্টেম্বর মাসে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে প্রায় ২৫ ভাগ। পরিকল্পনা কমিশনের মাসিক অর্থনৈতিক একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। রইকোনমিক আউটলুকে বলা হয়েছে, রাজস্ব আদায়ের চিত্র বেশ উদ্বেগজনক।

অক্টোবর মাসে রাজস্ব আদায় লক্ষ্য হতে পিছিয়েছে, এনবিআর। ৩৬ হাজার ৭৯৩ কোটি টাকার বিপরীতে আদায় হয় মাত্র ২৮ হাজার ৪৬৯ কোটি টাকা। কিন্তু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে মূল্যস্ফীতিতে। এক বছর পর এক অঙ্কে নেমে এসেছে, এই হার। 

যার পেছনে বড় ভূমিকা রাখে খাবারের দাম কমে যাওয়া। আমন ধান আসতে শুরু করার জন্য চালের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি শক্তিশালী থাকলেও ঋণ প্রবৃদ্ধি এখনো অনেক দুর্বল। উন্নয়ন ব্যয় অথবা এডিপি বাস্তবায়ন পরিস্থিতিও বেশ আশাব্যঞ্জক নয় বলে ধারণা করে, পরিকল্পনা কমিশন। 

কিন্তু সব খাতেই যে মন্থরতা রয়েছে —এমন নয়। রিজার্ভে ধারাবাহিক উন্নতি হচ্ছে। রেমিট্যান্সও বেশ শক্ত অবস্থানে রয়েছে দেশ। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর