বিশ্ববাজারে আবারও বেড়ছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফেডারেল সুদের হার আরেক দফা কমার প্রত্যাশা এবং দীর্ঘস্থায়ী সরকারি অচলাবস্থা বা শাটডাউনে মার্কিন অর্থনৈতিক মন্দার শঙ্কায় স্বর্ণের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এতে মূল্যবান এই ধাতুটির দাম আবারো ৪ হাজার ডলারে পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (০৭ নভেম্বর) সকাল ১১টা ৪৮ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৬ শতাংশ বেড়ে ৩ হাজার ৯৯৯ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৮ দশমিক ২০ ডলারে লেনদেন হয়েছে।
এরআগে গত ২০ অক্টোবর স্বণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়, এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য ৫৩ শতাংশের বেশি বৃদ্ধি পায়। তবে মার্কিন ডলারের শক্তিশালী হওয়া ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় কিছুটা কমতে থাকে স্বর্ণের দাম।
বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন কংগ্রেসের অচলাবস্থার ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ৩৬ দিন ধরে সরকারি অচলাবস্থা বা শাটডাউন চলছে, যার ফলে বিনিয়োগকারী নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুকতে বাধ্য হয়েছে।
অন্যদিকে, সোনার সঙ্গে রুপার দামও বেড়েছে। শুক্রবার ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্পট সিলভার ৪৮ দশমিক ৫৮ ডলারে বিক্রি হচ্ছে। এছাড়াও প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৫৪৭ দশমিক ৪৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮৪ দশমিক ১৮ ডলারে বিক্রি হচ্ছে।
